‘ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে’
২৬ জানুয়ারি ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৭:১৮
ঢাকা: সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা, দুর্নীতি এবং অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সবাই জানেন, ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে যে ইস্যুগুলো শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আমি বিশেষ করে আমাদের রাষ্ট্রের মূলনীতি বিষয়ে বলতে চাই, যা আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ বা যাকে মুলনীতিও বলা হয়, যে অংশগুলো সংসদেরও সংশোধন করার এখতিয়ার নেই, তার মধ্যে একটা হলো- ধর্ম নিরপেক্ষতা।’
‘আমি মনে করি ধর্ম নিরপেক্ষতা হলো- হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান; যে যে ধর্মেরই হোক না কেন, এই বাংলার মাটি হিন্দুদের, বাংলার মাটি মুসলমানদের, বাংলার মাটি খ্রিস্টানদের, বাংলার মাটি বৌদ্ধের। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করবে; এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল চেতনা। এখানে হীনমন্যতা থাকার কোনো প্রশ্ন নেই। কারণ এই বিষয়টি ১৯৭১ সালেই সেটেলমেন্ট (মিমাংসা) হয়ে গেছে। আজকে যারা উস্কানি দিতে চায় তারা ১৯৭১ সালের মূল চেতনাকে বিশ্বাস করে না।’
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমাদের সামনে যেটা এখনই প্রয়োজন। সেটা হলো সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে লড়াই করা; যেকোনো প্রকার উস্কানিদাতাদের বিরুদ্ধে লড়াই করা।’
‘আসুন আমরা সবাই এই লড়াইয়ে একসঙ্গে থাকি। এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি। সাংবিধানিক যে চেতনা আমরা ১৯৭১ সালে অর্জন করেছি এবং যে সংবিধানে তা প্রতিফলিত হয়েছে, সেই সংবিধানকে রক্ষা করি।’
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমি বলি যারা নিজেদেরকে মাইনরিটি কমিউনিটির ভাবেন। মাইনরিটি-মেজরিটি বলে কোনো শব্দ সংবিধানে আছে বলে আমি কোনোদিন দেখিনি। কেউ যদি দেখে থাকেন তাহলে সেটা ভুল দেখেছেন। এটা ১৯৭১ সালের চেতনা না। এটা সংবিধানের মূল চেতনা না। সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘কোন ধরনের সাম্প্রদায়িক তাকে আমরা কেউ প্রশ্রয় দেব না। আমরা ১৯৭১ সালকে ভুলে যাব না। আমরা আমাদের শাসনতন্ত্রকে ভুলে যাব না। যতদিন বাংলাদেশে থাকবে, যতদিন শাসনতন্ত্র থাকবে; যতদিন আমরা ১৯৭১ সালের মূল চেতনার সঙ্গে থাকবো, ততদিন এই দেশের প্রত্যেকটা মানুষ- হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের অধিকার সমান থাকবে। কারণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল।
এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের আয়োজনে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এর আগে আজ সকালে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানেও উপস্থিত হয়ে বক্তব্য দেন প্রধান বিচারপতি।
সারাবাংলা/কেআইএফ/ইআ