Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থেমে থাকা পিকআপের পেছনে সিএনজির ধাক্কা, নিহত শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৩ ১৩:৪১

বরিশাল: বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে থেমে থাকা পিকআপের পেছনে সিএনজির ধাক্কায় মারজান নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও চার যাত্রী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় আঞ্চলিক মহাসড়কের ঢাপড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মারজান ঝালকাঠি সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার ছেলে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে থেমে থাকা একটি পিকআপকে পেছন থেকে ঝালকাঠিগামী একটি সিএনজি ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রীরা আহত হয়। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারজানকে মৃত ঘোষণা করেন।

অন্যদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর