হিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ
২৬ জানুয়ারি ২০২৩ ১৩:৩০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৩:৩২
হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হিলি বন্দরের বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এদিন সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার এই দুই দিন বন্ধ থাকবে কার্যক্রম। আগামী শনিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সারাবাংলা/ইআ