Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৩ ১০:২৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১০:৩৫

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাক হোসেন জসি (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, হাতিরঝিল পুলিশ প্লাজা ও বাড্ডার মাঝামাঝি এলাকায় পাবলিক টয়লেট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে পড়ে যায় ওই যুবক। তখন স্থানীয় পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহত ইসরাকের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, তাদের বাসা ওয়ারিতে। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে তার বাবার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি।

গতরাতে নিকেতনে এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন ইসরাক। পথে নিজেই মোটরসাইকেল নিয়ে পড়ে দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছেন বলে জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/ইআ

মোটরসাইকেল চালক নিহত মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর