Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত-২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৩ ০০:০৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় রাশেদুল ইসলাম (৪০) ও আসাদ(৩০) নামের দুজনের নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর শাহপাড়া মহল্লার মৃত সিরাজ উদ্দীনের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল ইসলাম (৪০) ।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আটক করে।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মো. কামাল জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর