Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসিকে সহায়তার আশ্বাস মিয়ামি ডেড কাউন্টি মেয়রের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ২৩:৪৭

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আধুনিকায়নের জন্য সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ফ্লোরিডার মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা। বিশেষ করে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় মিয়ামি সবধরনের সহায়তা করবেন বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএলডিপি) এর আমন্ত্রণে ও অর্থায়নে ডিএনসিসির ১০ দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জানান, নগর ব্যবস্থাপনায় মিয়ামির অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ডিএনসিসি স্মার্ট সিটির ভিশনে পৌঁছতে বেগ পেতে হবে না।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জানুয়ারি) মেয়র আতিকুল ইসলামের বরাত দিয়ে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

সিএলডিপির অধীনে গত ১৪ জানুয়ারি থেকে ১০ দিনের প্রশিক্ষণে ক্রয় প্রক্রিয়া, হোল্ডিং ট্যাক্স আদায়, হিসাবরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, কুইক রেসপন্স টিম, মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে শিক্ষা নিয়েছে ডিএনসিসির প্রতিনিধি দল।

শেষ দিনে মিয়ামি ডেড কাউন্টির মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উঠে আসে ১০ দিনের অভিজ্ঞতা। ডিএনসিসি মেয়র তাকে জানান, মিয়ামির এই সফর তাকে মশক মিয়ামির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিয়েছে। এ সময় মিয়ামির মেয়র ঢাকাকে সবধরনের সহায়তার আশ্বাস দেন। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠিয়ে ঢাকাকে স্মার্ট সিটি রূপান্তরে সহায়তার আশ্বাস দেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পেরে খুশি মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা।‌ তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন যদি কোনো সহযোগিতা চায় আমরা তা দিতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

ড্যানিলিয়া লিভাইন কাভা বলেন, ‘বাংলাদেশ প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুশি। গত কয়েক দিনে‌ আমাদের কিছু বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। অলিখিতভাবে অনেকগুলো বিষয়ে আমরা সহযোগিতা করতে পেরেছি। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। যেগুলো বাংলাদেশের প্রতিনিধি দলকে দেখানো হয়েছে। ডিএনসিসিকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।’

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মিয়ামি ডেড কাউন্টির মেয়রকে ঢাকায় আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘মিয়ামি ডেড কাউন্টির অভিজ্ঞতা ডিএনসিসিতে বাস্তবায়ন করতে চাই।’ ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা থেকে ফ্লোরিডার দূরত্বটা হাজার হাজার মাইল। তবে তাপমাত্রা বৃষ্টিপাত প্রায় একই রকম হওয়ায় ঢাকার এবং ফ্লোরিডার মিয়ামির আবহাওয়ায় খুব একটা পার্থক্য নেই। ফলে তাদের ভালো উদ্যোগগুলো এখানে সঠিক বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে স্মার্ট নগর গড়ে তোলা সম্ভব।’

সারাবাংলা/এসবি/পিটিএম

ডিএনসিসি মিয়ামি ডেড কাউন্টি মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর