Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধানের বাইরে কোনো অস্বাভাবিক সরকার আ.লীগ মানে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ২৩:০৬

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক নামে কোনো অস্বাভাবিক সরকার আওয়ামী লীগ মানে না, মানবে না।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে ভোট অনুষ্ঠিত হবে। সময় কারও জন্য অপেক্ষা করে না। নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসে কিনা তা দেখার অপেক্ষায় আছি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ আপনাদেরই পদত্যাগ দাবি করবে আপনাদের নেতাকর্মীরা।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ সংগঠিত, কিন্তু আমরা নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারণ এই বীরের দেশে বিশ্বাসঘাতকের অভাব নেই। আজকে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। বিশ্বাসঘাতকদের যোগসাজেশ না থাকলে তারা কোনোদিন সফল হবে না, হতে পারে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘৫৪ দল ৫৪ মত। ১০ তারিখে লাল কার্ড, ট্রাম্পও কার্ড দেখলাম। পরিণতি ঘোড়ার ডিম। জনগণ ছাড়া গণআন্দোলন পৃথিবীর কোনো ইতিহাসে নেই। বাংলাদেশেও অবাস্তব উচ্চারণ করে লাভ নেই।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর