Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যর্থতা খুঁজে দিন, সংশোধন করে নেব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ২১:৪৯

ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থতা থাকলে বিরোধীদলকে তা খুঁজে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, সফলতা কী, বর্থ্যতা কী- তা যাচাই করবে জনগণ। এটা যাচাই করা আমার দায়িত্ব না। সততা ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের কল্যাণ বিবেচনায় কাজ করলে ব্যর্থ হব কেন?

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, ফখরুল তার প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে তার ব্যর্থতা জানতে চান। এর জবাবে তিনি শেখ হাসিনা বলেন, ‘মাননীয় সদস্যের যখন এতই আগ্রহ তাহলে আমার ব্যর্থতাগুলো আপনিই খুঁজে বের করে দিন। আমি সংশোধন করে নেব।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। কলেজেও রাজনীতি করেছি। ভিপি ছিলাম। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্য হিসাবে কাজ করেছি। রাজনীতি আমাদের পারিবারিক, একেবারেই রক্তেই আছে। কিন্তু কখনো এত বড় দায়িত্ব নিতে হবে বলে ভাবিনি। ওই ধরনের কোনো আকাঙ্ক্ষাও ছিলো না। এমনকি কখনও দাবিও করিনি। সময়ের প্রয়োজনে যখন যে কাজ দিয়েছে, সেই কাজই করে গেছি। চেষ্টা করেছি।’

১৯৮১ সালে দেশে ফিরে আসার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনটা সফল হওয়া, কোনটা বিফল হওয়া, সেটা না। সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।’

জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘চারণের বেশে সারা বাংলাদেশ ঘুরেছি। বাংলাদেশকে চিনেছি, জেনেছি। সরকার গঠনের পর তৃণমূলের মানুষ যাতে ভালো থাকে সেই আকাঙ্ক্ষা নিয়েই কাজ করেছি। তার সুফল এখন জনগণ পাচ্ছে। ১৪ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে যে আমূল পরিবর্তন সেটা আমরা বয়োবৃদ্ধ যারা আছি তারা জানি। কিন্তু আজকের প্রজন্ম জানবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অনলাইন মার্কেটপ্লেস খুঁজে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা ব্যর্থতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর