ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ২
২৫ জানুয়ারি ২০২৩ ১৩:২১
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালের দিকে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোয়ার হোসেন মিম (২৪) খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে ও রাকিব হোসেন (২৫) একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত মিম ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিম মারা যান। এ সময় আহত হয় বেশ কয়েকজন। আহতদের মধ্যে রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সারাবাংলা/ইআ