Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলেশা মার্ট চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ১২:৫০

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ মার্চ এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, তোফাজ্জল হোসেন আলেশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল অর্ডার করেন। কিন্তু যথা সময়ে তাকে মোটরসাইকেল সরবরাহ না করায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেন। আসামির ব্যাংকে নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় পরবর্তী সময়ে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল অথবা চেকের টাকা দেওয়ার অনুরোধ করেন।

২০২২ সালের ২২ আগস্ট তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

এরপর আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে ২৫ জানুয়ারি হাজিরের নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আসামি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতরি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

সারাবাংলা/এআই/ইআ

আলেশা মার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর