Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ১১:০৯

নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ছুরিকাঘাতে ইমন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইমন সদর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের মোড়ে ইমনসহ গ্রামের বেশ কয়েকজন যুবক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায় ইমনকে ছুড়িকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে থানায় মামলা
দায়েরর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

ছুরিকাঘাতে নিহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর