Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকোর কবরে মিডিয়া সেলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৩ ২০:২৩

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বনানী কবরস্থানে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফাতিহা পাঠ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদস্য ডক্টর মোর্শেদ হাসান খান, শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন, আতিকুর রহমান রুম্মন ও শায়রুল কবির খান।

এ ছাড়াও বিএনপি নেতা ফয়সাল মাহমুদ ফায়েজী, মীর শাহে আলম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/একে

কোকোর কবর মিডিয়া সেল শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর