Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদন ৬ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৩ ১৪:৪৮

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।

এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার দিয়ে বাড়ি কিনেছেন।

সারাবাংলা/এআই/ইআ

এস কে সিনহা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর