Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ২৩:০৬

ঢাকা: রাজধানীর বেইলি রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় তাজুল ইসলাম (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজুলের বাড়ি রাজবাড়ী বালিয়াকান্দা উপজেলার চরকৃষ্ণপুর গ্রামে। তিনি রামপুরায় থাকতেন বলে জানায় পুলিশ।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া শিক্ষার্থী বুলবুল আহমেদ আলিফ জানান, বেইলি রোড দিয়ে কাকরাইল যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতেই তিনি রাস্তার মাঝেই ছিটকে পড়েন। তখন তাকে রাস্তা থেকে তুলে পুলিশের অন্য একটি গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রোমেন মিয়া জানান, বেইলি রোডে জাজেস কমপ্লেস্কের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বেইলি রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর