ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল
২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৩৭
ঢাকা: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। বিশেষ করে ১ ফেব্রুয়ারি ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। ফলে তাদের ভোটার হওয়ার আগে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর তারা শপথ নেবেন। এরপর সংসদ সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এসব প্রক্রিয়া শেষ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, “রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল যথাসময়ে হবে। ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ‘কাউন্টডাউন’ (ক্ষণগণনা) শুরু হয়েছে। আইন অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি মধ্যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।”
তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এটা খুব বেশি দূরে না। ভোটার তালিকা করতে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। গেজেট নোটিফিকেশন করা হবে। তখন ভোটার তালিকা করতে আর কোনো সমস্যা নেই।’
ইসি কমিশনার বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্ত করে তফসিল ঘোষণা করা হবে। তার আগে স্পিকারের সাথে সিইসি বৈঠক করবেন। বৈঠকের পর সবকিছু চূড়ান্ত করা হবে। এসব প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ‘
এদিকে, ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আগামীকাল মঙ্গলবার সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
উল্লেখ্য, সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে- রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। তফসিল অনুযায়ী ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারিত থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে।
সারাবাংলা/জিএস/পিটিএম