Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ১১:৩৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৩৪

সিলেট: শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

কর্মবিরতি প্রত্যাহারের পর সিলেটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, ভোর থেকে সিলেটে জেলা পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে ধর্মঘট শুরু করা হয়েছিলো। এতে সিলেট থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পড়েন।

জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিলেন সিলেটের পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন। তার মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম জানান, পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনায় প্রশাসনের তরফ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এমও

কর্মবিরতি স্থগিত পরিবহন শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর