Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন মাসিক সম্মানি পাবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ২৩:০১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ০৯:১৩

ঢাকা: ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সংসদে জানিয়েছেন, বর্তমানে একটি প্রকল্পের আওতায় ৫৬ হাজার ৬০৭ জন ইমাম ও মুয়াজ্জিন প্রতি মাসে সম্মানি পাচ্ছেন। আরেকটি প্রকল্পের আওতায় ১ হাজার ১২৮ জন ইমাম-মুয়াজ্জিনের সরকারিভাবে সম্মানি প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারিভাবে মাসিক সম্মানি দেওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

রোববার (২২ জানুয়ারি) সংসদের চলতি অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর (ঢাকা-১১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের সভাপতিত্ব করছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, বর্তমানে সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৫৬ হাজার ৬০৭ জন ইমাম ও মুয়াজ্জিন এই কার্যক্রমে কর্মরত আছেন। তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানি দেওয়া হয়। সারাদেশের প্রতিটি মসজিদে ভবিষ্যতে গণশিক্ষা কার্যক্রম চালু হলে প্রকল্পের আওতায় প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনকে সম্মানি দেওয়া হবে।

তিনি জানান, এছাড়া ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় একজন ইমাম ও একজন মুয়াজ্জিনকে বর্তমানে পর্যায়ক্রমে সম্মানির ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফালাহ মসজিদে তিন জন খতিব, ছয় জন পেশ ইমাম ও ছয় জন মুয়াজ্জিনের বেতন ভাতা সরকারিভাবে দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে অন্তর্ভুক্ত করা হবেন।

সরাবাংলা/এএইচএইচ/পিটিএম

ইমাম-মুয়াজ্জিন মাসিক সম্মানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর