Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দল ‘ইনসানিয়াত বিপ্লব’ এর নিবন্ধন পেতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ১৮:৪৯

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ ইসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ইয়াসিন খান। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে ছিলেন মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা ও মো. আশরাফ আলী।

এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন।

এর আগে ২০১৮ সালের ১৪ অক্টোবর দলটির নিবন্ধনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। দলটির মহাসচিব মো. রেহান আফজালের (রাহবার) পক্ষে আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ওই রিট করেন। এরপর ২৯ অক্টোবর রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এর আগে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের দাবি জানিয়ে আবেদন করেন নতুন রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

নিবন্ধন না পেয়ে দলের মহাসচিব মো. রেহান আফজালের (রাহবার) হাইকোর্টে ওই রিট করেন।

রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন কমিশনের উপ-সচিবকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক দল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর