উন্মুক্তভাবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি : শিক্ষামন্ত্রী
৩ মে ২০১৮ ১৬:২৮ | আপডেট: ৩ মে ২০১৮ ১৬:৪৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় উন্মুক্ত স্থানে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেছেন, ‘এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে শুধু নৈর্ব্যক্তিক অংশের ‘খ’ সেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যা ছিল ৩০ নম্বরের। কোনো সৃজনশীল অংশের প্রশ্নপত্র ফাঁস হয়নি।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রশ্নপত্র পাওয়া ‘সুবিধাভোগীর সংখ্যা’ কম হওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়া হবে না উল্লেখ করে এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সকল বা বেশি সংখ্যক পরীক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্ন পায়নি। শুধু ক্লোজ গ্রুপে নগন্য সংখ্যক পরিক্ষার্থী প্রশ্ন পেয়েছে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে বা তার কাছাকাছি সময়ে। প্রশ্নপত্র পাওয়া সুবিধাভোগীর সংখ্যা কম হওয়ায় পরীক্ষা আর নেওয়া হবে হবে না।’
তিনি আরও বলেন, ‘ফাঁস হওয়া প্রশ্নগুলোর সুবিধাভোগী মাত্র ৫ হাজার। এজন্য ২০ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা পুনরায় নেয়া সমীচীন হবে না। এসব ফাঁস হয়েছে ফেসবুকের ক্লোজ গ্রুপের মাধ্যমে।’
অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বেশিরভাগ প্রশ্ন ছিলো ভুয়া বা সময় টেম্পারিং করে আপলোড করা এমনটি দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক থাকায় যারা প্রশ্ন পেয়েছে, তারা উত্তর প্রস্তুতের জন্য সর্বোচ্চ ১০-২০ মিনিটের মতো সময় পেয়ে থাকতে পারে। এত স্বল্প সময়ের মধ্যে ৩০টি নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর খুঁজে বের করা সহজ নয়। ফলে তাদের সামগ্রিক ফলাফলে এটি খুব বেশি প্রভাব রাখতে পারবে না। ’
সারাবাংলা/ এইচএ/এমআইএস/এমআই