Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩ ১৭:১৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৯:৩৩

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা নাগাদ মনেটরি পার্ক নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই এলাকার শেরিফের কার্যালয় নিহতের এ সংখ্যা প্রকাশ করেছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

চীনা নতুন চন্দ্রবর্ষ উদযাপন উপলক্ষে মনটেরে পার্কে এক অনুষ্ঠান চলছিল। এতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারী গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

বিজ্ঞাপন

একজন প্রত্যক্ষদর্শী লস এঞ্জেলস টাইমসকে বলেন, হঠাৎ তিনজন ব্যক্তি তার রেস্টুরেন্টে ঢুকে তাকে দরজা বন্ধ করার জন্য বলেন। ওই তিন ব্যক্তি তাকে জানান, এই এলাকায় এক ব্যক্তি মেশিন গান দিয়ে গুলি করছে।

এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজন পুরুষ। তবে তাকে আটক করা হয়েছে কি না তা এখনও জানায়নি পুলিশ। এ ঘটনায় আহতের সংখ্যাও তাৎক্ষনিক জানানো হয়নি। তবে রোববার স্থানীয় সময় সকালে লস এঞ্জেলস নিরাপত্তা বিভাগ একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মনটেরে পার্কে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। এ অঞ্চলে বসবাস করা বেশিরভাগ মানুষ এশীয় বংশোদ্ভূত।

সারাবাংলা/আইই

লস এঞ্জেলস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর