Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণ করেছেন বিএনপি নেতা ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ১৪:১২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৪:১৪

ইশরাক হোসেন, ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় গাড়ি পোড়ানোসহ নাশকতার মামলায় আত্মসমর্পণ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রোববার (২২ জানুয়ারি) ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইশরাক আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।’

গত বছর ৫ ডিসেম্বর আদালত ইশরাকের সময় আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা যায়, ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে ২০২০ সালের ২৪ জুন আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুঁইয়া। এছাড়াও একই ঘটনায় পল্টনসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

ইশরাক হোসেন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর