ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
২২ জানুয়ারি ২০২৩ ০৯:৪৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১২:৩৯
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) বছরের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় তিরি উপুড় হয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে রিকশায় তুলতে গিয়ে দেখেন, তার শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই রিকশাচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। নিহতের তার নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট ৩টি ছুরিকাঘাত রয়েছে। তার সঙ্গে একটি বাসের টিকিট পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদ নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমও