Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার দেওয়া ভাতা বন্ধ করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ২১:৫৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ২১:৫৭

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সার থেকে লুটপাট করেছে, বিদ্যুৎ থেকে লুটপাট করেছে, তখন জনগণ বিদ্যুৎ পাই নাই। এসব বাংলাদেশের মানুষ জানে। তারা (বিএনপি) ক্ষমতায় আসলে শেখ হাসিনার দেওয়া সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। তখন আপনারা কেউ বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবেন।’

বিজ্ঞাপন

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবলীগের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

জাহিদ মালেক আরও বলেন, ‘ক্ষমতায় গিয়ে কি করবেন তা তারা বলে না। ক্ষমতায় গিয়ে কি মানুষ মারবেন, না খাইয়ে রাখবেন, না কি গ্রেনেড হামলা করে মানুষ মারবেন, মানুষকে ঘরবাড়ি বানিয়ে দেবেন, মানুষের জন্য আরও ভাতা দেবেন- এমন কিছুওতো বলেন না।’

তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন আসছে এজন্য তারা রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, আগুন দেয়, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে, তাতে মানুষসহ পুলিশ আহত হয়। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে ধাক্কা মেরে ক্ষমতায় যেতে চায়। কারণ, তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না।‘

এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনির সঞ্চালনায় বক্তব্য দেন— জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

সারাবাংলা/এনএস

মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর