Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশে ‘খুন হওয়া’ যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ১৭:৪১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ পাওয়া গেছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) সকালে সিডিএ আবাসিক এলাকার পাশের সড়কে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত মোহাম্মদ কায়েস (৩৩) পটিয়া উপজেলার কৈইয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘সকালে সিডিএ আবাসিক এলাকার পাশের সড়কে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত কায়েসের পেটে বুকেসহ ধারালো অস্ত্রের ৭-৮টি আঘাতের চিহ্ন আছে। আশেপাশে হত্যার তেমন আলামত আমরা খুঁজে পাইনি। তাই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে ফেলা হয়েছে।’

নিহত কায়েস বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সোর্স হিসেবে কাজ করত জানিয়ে ওসি বলেন, আমরা কায়েসের বাবার সঙ্গে কথা বলেছি। সে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সোর্স হিসেবে কাজ করত বলে তার বাবা আমাদের জানিয়েছেন। গতকাল রাতেই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/আইসি/একে

টপ নিউজ মরদেহ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর