Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অষ্টম মেধাতালিকা শেষেও ইবির ২০ শতাংশ আসন খালি

ইবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ১০:০২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৪:৪১

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অষ্টম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এরপরেও ৪০৮টি অর্থাৎ ২০.৫০ শতাংশ আসন খালি রয়েছে। ফলে গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী রবিবার ভর্তি সম্পন্ন করতে হবে।

সর্বশেষ প্রকাশিত মেধাতালিকা থেকে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ও আইসিটি সেল এই তথ্য জানিয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ৪০৮টি আসন খালি রয়েছে। ইউনিট ভিত্তিক যথাক্রমে ৩০৫, ৮৬ ও ৩৫। ফলে শুক্রবার (২০ জানুয়ারি) বিষয় বরাদ্দ দিয়ে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ২২ জানুয়ারি অফিস চলাকালীন আগ্রহীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এ তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষে আসন খালি সাপেক্ষে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে। গুচ্ছের পরিবর্তিত এই প্রক্রিয়া অনুযায়ী ১৫-১৬ জানুয়ারির মধ্যে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা সশরীরে ভর্তি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.iu.ac.bd) পাওয়া যাবে।

সারাবাংলা/এমও

অষ্টম মেধাতালিকা ইসলামী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর