Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে নার্সিং কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ০৯:৫৭

বরিশাল: বরিশাল নগরীতে লামিয়া আক্তার সায়েমা (২২) নামে বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি নগরীর সিএন্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। লামিয়া আক্তার সায়েমা বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামের শাজাহান মোল্লার মেয়ে।

বিজ্ঞাপন

ডিডাব্লিউএফ না‌র্সিং কলেজের শিক্ষক সুদীপ কুমার নাথ জানান, এদিন শারীরিক অসুস্থতার কারণে সায়েমা সহপাঠীদের সঙ্গে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্নি করতে যায়নি। সে সিএন্ডবি রোড এলাকার মো. সুলতানের ভবনের তিনতলার ছাত্রী নিবাসের নিজ কক্ষে একাই ছিল। রাত সাড়ে ৮টার দিকে সহপাঠীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মাইনুল জানান, হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এমও

কলেজছাত্রীর আত্মহত্যা টপ নিউজ নার্সিং কলেজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর