‘জামায়াত-হেফাজতকে লালনপালন করছে আওয়ামী লীগ’
২০ জানুয়ারি ২০২৩ ২২:৫০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ০৯:০৫
চট্টগ্রাম ব্যুরো: জামায়াত-হেফাজতকে আওয়ামী লীগ সরকার লালন পালন করছে অভিযোগ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেছেন, জামায়াত, হেফাজত, হরকাতুল জিহাদ কেউই স্বাধীনতার পক্ষে নয়। তারা প্রগতির পক্ষে নয়। তারা অসাম্প্রদায়িকতার পক্ষে নয়। আপনারাই এদেরকে লালন পালন করছেন। আপনার দলের মধ্যেই এরা ঢুকে গেছে। আপনি রক্ষা করছেন হেফাজতকে। এরা কোনোদিন আপনাদেরকে রক্ষা করবে না। আপনারা প্রগতির পক্ষে যান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে যান, আপনাদেরকে কোনোদিন তারা রক্ষা করবে না। এটি আপনাদের মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন করতে চাই বলে আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের কমরেডদের বোমা মেরে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে পল্টন হত্যা দিবসে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যেগে আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
২০০১ সালে ঢাকার পল্টনে (সিপিবি) সমাবেশে বোমা মেরে মানুষ মারার ঘটনা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসি-তামাশা করেছিলেন মন্তব্য করে তিনি এ সময় বলেন, ‘পল্টনে সিপিবির সমাবেশে যখন নৃশংস হত্যাকাণ্ড ঘটে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আমরা তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করি। ঘটনার সব ভিডিও চিত্রগুলো দিই। কিন্তু তিনি খুব রহস্যজনকভাবে হাস্যরসিকতায় বলেছিলেন, বিপ্লব করতে হলে তো অনেক রক্ত ত্যাগ করতে হয়। মানে এটি হাসি-তামাশার খেলা। খুলনা থেকে আসা আমাদের পার্টির সদস্য হিমাংশু মণ্ডলের ব্যাগের মধ্যে নাকি বোমা ছিল। ওই বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে।’
পল্টন হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় উল্লেখ করে সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বলেন, ‘২০০১ সালে ঢাকার পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা মেরে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। ওই ঘটনায় আমাদের দুইশ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মৌলবাদী গোষ্ঠী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। ১৯৭১ সালে লাখো মানুষের বুকের রক্তের বিনিময়ে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তো আমরা এটি আশা করিনি। আমরা আশা করিনি ওই পাকিস্থানপন্থিরা আমাদের দেশের রাজনৈতিক লড়াই সংগ্রামে হামলা চালাবে।’
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সদস্য সীতারা শামীম, নারী নেত্রী রেখা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবসার, যুবনেতা রবি শংকর সেন নিশান, ছাত্রনেতা শুভ দেবনাথ।
সারাবাংলা/আইসি/একে