রোববার ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৩ ১৭:৫৮
২০ জানুয়ারি ২০২৩ ১৭:৫৮
ঢাকা: আগামী রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯ ঘণ্টা মেট্রোরেল চলাচল করবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
শুক্রবার (২০ জানুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুই দিনব্যাপী এই ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি রোববার।
ওইদিন উত্তরা ও আগারগাঁও দুই দিক থেকে বিরতিহীনভাবে মেট্রো চলাচল করবে। তবে ২২ জানুয়ারি বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুইটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/জেআর/একে