Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ার বস্তিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৯:০৫

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বস্তিতে আগুন লেগেছে। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত ৬০টি বাড়ি পুড়ে গেছে। ওই বস্তি থেকে পাঁচ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ সিউলের ওই বস্তিতে আগুন লাগে। ঘনবসতিপূর্ণ ওই বস্তিতে কমপক্ষে ৬৬০টি পরিবারের বাস। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি হেলিকপ্টার ব্যবহার করা হয়। সবমিলিয়ে প্রায় ৬০০ জন দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা আগুনের নেভানোর কাজে যুক্ত হন। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে ২৯,০০০ স্কয়ার ফুট অঞ্চলে অবস্থিত ৬০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এশিয়ার অন্যতম শক্তিধর অর্থনীতি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অবস্থিত এই বস্তি এলাকা দেশটিতে অর্থনৈতিক বৈষম্যের প্রতীক হিসেবে পরিচিত। এলাকাটিতে অতিদারিদ্র্য লোকদের বসবাস রয়েছে। এই বস্তি এলাকায় বন্যা, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় লেগেই থাকে। এর আগে ২০১৪ সালে বস্তিটিতে বড় একটি আগুনের ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/আইই

টপ নিউজ দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর