Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে বাস উল্টে এক যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৩ ১৫:৩৪

গাইবান্ধা: সুন্দরগঞ্জে বাস উল্টে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া তালুক বাজিত গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতদের কারও নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বাস রংপুর যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ওষুধের পিকআপও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ওই যাত্রী নিহত হন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

বাস উল্টে সুন্দরগঞ্জ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর