Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমানে দরিদ্র শিশুর সংখ্যা সবকালের চেয়ে বেশি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ০৯:০৭

ঢাকা: বর্তমান সরকারের আমলে ‘দরিদ্র শিশুর সংখ্যা সবকালের চেয়ে বেশি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২০ জানয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পথশিশু ও নারীদের শীতবস্ত্র ও খাবার বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠান আয়োজন করে। এতে শতাধিক পথ-শিশু, সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু এবং অসহায় নারীরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে দেশ এক দারুণ দুঃসময় অতিক্রম করছে। একটা অনির্বাচিত সরকার যাদের জনগণের কাছে জবাবদিহিতার দায় নাই, যারা জনগণের স্বার্থ ক্রমাগত উপেক্ষা করে চলেছে, তাদের হাতে এদেশ এবং এদেশের মানুষ নিঃস্ব হয়েছে।’

তিনি বলেন, ‘একদিকে দেশে কয়েক হাজার নতুন কোটিপতি হয়েছে অন্যায়-অনাচার করে, লুট করে, শেয়ার মার্কেট লুট করে। অন্যদিকে কয়েক কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। যারা দরিদ্র হয় তাদের সন্তানরাও দরিদ্র হয়। ফলে আজ দরিদ্র শিশুর সংখ্যাও সবকালের চেয়ে বেশি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যে দলের জেলা পর্যায়ের অঙ্গ দলের নেতা দুই হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়, সেই দলের আরও যারা ঊর্ধ্বতন নেতা আছেন, ক্ষমতাবান ব্যক্তিরা আছেন তারা কী পরিমাণ সম্পদের মালিক— এটা অনুমানের বিষয়। এভাবে দেশ চলতে পারে না।’

তিনি বলেন, ‘এই শিশুদের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানোর জন্য, তারা যাতে এভাবে সাহায্যের জন্য কারও মুখাপেক্ষী না হয়, সেজন্য যেমন সমাজ ও রাষ্ট্র দরকার, সেরকম রাষ্ট্র কখনও গড়ে উঠবে না, যদি না এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যদি না এখানে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা না হয়। আর সেজন্য আমরা আন্দোলন সংগ্রাম করে চলেছি। এটা করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মী কারাগারে আবদ্ধ।’

বিজ্ঞাপন

গ্যাসের মূল্য বৃদ্ধির সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘এদিকে মানুষ অসহায় ক্ষুধার্ত এবং আরও বেশি দুঃসময়ের ভয় পাচ্ছে। সেই সময় আমরা দেখছি সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেসব সিদ্ধান্ত জনগণের ভোগান্তি, জনগণের কষ্ট আরও বাড়াবে। যেখানে প্রতিদিনই নিত্য প্রয়োজনী জিনিসের দাম বাড়ছে। সেখানে কিছুদিন আগে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলো ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ।’

‘আবার গত দুইদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বলা হয়েছে যে, বাড়িতে যে গ্যাসের চুলা চালান তার দাম বাড়ানো হয় নাই। কিন্তু শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন শিল্প চালানোর জন্য যে জেনারেট চালায় তারা, সেখানে যদি তাকে বেশি দাম দিয়ে চালাতে হয় তাহলে ওই শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়বে না? সেই বাড়তি দাম কে দেবে? সেটা তো আমাদেরই দিতে হবে, এদেশের গরিব মানুষকেই দিতে হবে’— বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আপনারা যারা অতি সামান্য উপার্জন করেন, তা দিয়েই তো আপনাদের কিছু কিনতে হয়। যেটাই কিনতে যাবেন আগামী ক‘দিন পরে হয়ত দেখা যাবে এই গ্যাসের মূল্য বাড়ানোর কারণে সেটা আরও বেড়ে গেছে। অর্থাৎ আমাদের কষ্ট আরও বাড়বে। এই যে দায়িত্বহীনতা, জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব ছাড়া আর কোনো কারণ নাই। তারা জনগণের ভালোমন্দ পরোয়াও করে না।’

অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রকৌশলী মাহবুবু আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনে আহমেদ শফিকুল হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক লুতফুর রহমান, শামীমুর রহমান শামীম, একেএম আসাদুজ্জামান চুন্নু, বিপ্লব উজ জামান বিপ্লব প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

নজরুল ইসলাম খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর