Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি এক্সপো নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ২৩:৫৮

ঢাকা: ৯ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি ও সিকিউরিটি এক্সপো-২০২৩ আয়োজনের ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যেভরা হোটেলে অনুষ্ঠিত ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

আগামী নভেম্বরের ২১ থেকে ২৩ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই এক্সপো অনুষ্ঠিত হবে। অগ্নিনির্বাপণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসাব এই এক্সপোর আয়োজন করছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসাব।

বিজ্ঞাপন

ইসাব সভাপতি জহির উদ্দিন বাবর তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ভবন ও কারখানা গুলোর নিরাপত্তায় ইসাব সদস্যদের ভূমিকা অপরিসীম। বর্তমানে বিশ্বের সর্বাধিক নিরাপদ কারখানা বাংলাদেশে রয়েছে এবং আমাদের সদস্যরা তাদের সেবা, প্রতিশ্রুতি এবং প্রযুক্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মো. নিয়াজ আলী চিস্তি। তিনি বলেন, ‘ইসাব এখন উৎপাদন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করার জন্য উন্মুখ। সরকার নতুন বিনিয়োগের জন্য সমস্ত প্রয়োজনীয় সহায়তাকে উত্সাহিত করছে এবং নিশ্চিত করছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ ধরনের এক্সপো আয়োজনের জন্য এবং শিল্প ও আবাসিক বাড়িগুলিতে অগ্নি নিরাপত্তা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে দেশকে সহায়তা করার জন্য ইসাবকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ইসাব মহাসচিব মাহমুদুর রশীদ বলেন, ‘ইসাবের পক্ষ থেকে দুবাইতে এই আয়োজনে অংশ নিতে ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে ৪০ সদস্যের এক ব্যবসায়িক প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল এবং তারা ২০ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসবে।’

ইসাব জানায়, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী প্রদর্শনীতে ১৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অগ্নি নিরাপত্তা সরঞ্জামে বিশ্বের সর্বাধুনিক পণ্য প্রদর্শন করবে। চারটি প্রযুক্তিগত সেমিনারও আয়োজন করা হবে এবং ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩ থাকবে সেখানে।

সারাবাংলা/ইএইচটি/একে

নভেম্বর ফায়ার এক্সপো ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর