Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় প্রথমবারের মতো জাতীয়মানের বিতর্ক উৎসব

সারাবাংলা ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩ ২১:০১

ঢাকা: ‘মোহনীয় মাগুরা হাসে, যুক্তির উষ্ণ উচ্ছ্বাসে’ স্লোগানে মাগুরা জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মানের বিতর্ক উৎসব। ২১ জানুয়ারি বর্ণাঢ্য র‍্যালি, বিতর্ক কর্মশালা, প্রদর্শনী বিতর্ক, বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠবে শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়াম।

এমআইডিএস বিতর্ক উৎসবে জেলার চারটি উপজেলার স্কুল-কলেজের প্রায় একহাজার শিক্ষার্থী ও শিক্ষক দিনব্যাপী অংশ নেবেন। এ ছাড়াও ঢাকা, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিতর্কবোদ্ধারা আয়োজনকে সমৃদ্ধ করবেন।

বিজ্ঞাপন

উৎসবের উদ্বোধন করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ বিতর্ক ব্যক্তিত্ব হিসেবে থাকবেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব, সভাপতিত্ব করবেন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ এমআইডিএস এর প্রধান উপদেষ্টা শাখারুল ইসলাম শাকিল।

বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ আবু নাসের বেগ। সভাপতিত্ব করবেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু।

উৎসবে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের উপদেষ্টা মমতাজ বেগমকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

সারাবাংলা/একে

জাতীয় বিতর্ক উৎসব মাগুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর