Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু’র উদ্বোধন স্মরণীয় করতে ১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ২০:১৪

ঢাকা : ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’র উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে। আগামী ২২ জানুয়ারি (রোববার) স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে পাওয়া যাবে। প্রতিটি মুদ্রা কিনতে লাগবে পাঁচ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাঈদা খানম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য : ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।

এ ছাড়া স্মারক মুদ্রার পেছন ভাগে পদ্মা সেতু’র একটি ছবি এবং সেতুর ওপরে ‘Padma Bridge- The Symbol of national pride’ এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ পদ্মা সেতু বাংলাদেশ ব্যাংক স্মারক মুদ্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর