Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছারপোকার ওষুধে ‘বিষক্রিয়ায়’ প্রাণ গেল ২ বোনের

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ২০:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় রহস্যজনকভাবে অসুস্থ হয়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। পথের ভাসমান বিক্রেতারর কাছ থেকে কেনা ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কারণ আরও খতিয়ে দেখার কথাও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ইপিজেডের বন্দরটিলার আয়শার মার গলি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬) পিরোজপুরের মটবাড়িয়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে। তারা দুইবোনই গার্মেন্টসে চাকরি করতেন।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফজিলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রহিমাও বিকেলে মারা যায়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

জানতে চাইলে তাদের বড় বোন নাজমা আখতার সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাড়াতাড়ি তাদের বাসায় যায়। আমরা যাওয়ার আগেই ফজিলা মারা গিয়েছিল। রহিমা তখনও কথা বলতে পারছিলেন। জিজ্ঞেস করার পর তিনি জানান, রাতে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে তারা দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যান। পরে দুজনকে বন্দরটিলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক ফজিলাকে মৃত ঘোষণা করেন। এর পর বিকেলের দিকে রহিমাও মারা যান।’

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ‘তারা রাতে ঘুমানোর আগে ছারপোকা নিধনের ওষুধ ঘরে দিয়ে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে চমেকে নিয়ে গেলে সেখানে তারা মারা যান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছারপোকার ওষুধ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওষুধের গ্যাসের প্রভাবেই তাদের মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে আমরা আমাদের তদন্ত চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

২ বোনের মৃত্যু ছারপোকার ওষুধ টপ নিউজ বিষক্রিয়া

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর