Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতাদের কর্মীবান্ধব হওয়ার আহ্বান নাছিরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ১৮:৩৭

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ নেতাদের কর্মীবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যিনি দলের যতবড়ই নেতা হোন না কেন তিনি কর্মীবান্ধব না হলে এবং অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে জনগণের সঙ্গে না থাকলে কিছুতেই তার গ্রহণযোগ্যতা থাকে না। এ ধরনের নেতারা দলের জন্য বোঝা এবং তাদের কারণেই যোগ্য ও পরীক্ষিতরা নেতৃত্বে আসতে পারছেন না।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমের ২য় মৃত্যবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তারেক সোলায়মান সেলিমের মতো তেজী, কমিটেড নেতাকর্মীরাই দল ও জাতির সম্পদ উল্লেখ করে এ সময় তিনি বলেন, ‘তারেক সোলায়মান সেলিমের বড় নেতা হওয়ার সব গুণাবলি ছিল। এর প্রধান কারণ তিনি কর্মীবান্ধব ও জনবান্ধব ছিলেন। তিনি শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সংগঠক ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রলীগ নেতা হিসেবে সরব ছিলেন। তার এই রাজনৈতিক চেতনার উত্তাপ ও তেজ আমৃত্যু দীপ্ত ছিল। তারেক সোলায়মানের মতো তেজী ও কমিটেড নেতাকর্মীরাই দল ও জাতির সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হবে এবং মূল্যায়ন করতে হবে।’

বিএনপি পেছন দরজা দিয়ে অবৈধ পথে সরকার উৎখাতের মহড়া দিচ্ছে মন্তব্য করে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি-জামাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অশুভ খেলায় মেতেছে। পুরানো অভ্যাসের মতো পেছন দরজা দিয়ে অবৈধ পথে সরকার উৎখাতের মহড়া দিচ্ছে। এখন তাদেরকে রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে পাল্টা জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই মনে রাখতে হবে সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করতে হবে।’

নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় স্মরণসভায় এ সময় আরও বক্তব্য রাখে নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দীন ইকবাল, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নাজমুল হক ডিউক।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

আ জ ম নাছির আওয়ামী লীগ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর