Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা পেলেই বিল্ডিং বানানো যাবে না— ভিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ১৭:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২০:০৯

ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা পেলেই বিল্ডিং বানানো যাবে না। টাকাটা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য কিভাবে ব্যয় করা যায় সেই চিন্তা করতে হবে। আর সেভাবে চিন্তা করলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’র স্টান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতিটা তো কৃষিভিত্তিক। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শিল্পায়নেও যেতে হয়। আমরা শিল্পায়নে যাচ্ছি। তবে সেটা পরিকল্পিতভাবে যেতে হবে। কারণ, আমাদের ছোট্ট জায়গায় লোকসংখ্যা বেশি। সেটা মাথায় রেখেই আমরা ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি। এর বাইরে কেউ শিল্পায়ন করতে পারবে না। সেসব অঞ্চলে পরিবেশ রক্ষা থেকে শুরু করে সবধরনের সুযোগ-সুবিধা করে দিচ্ছি। দেশি-বিদেশি বিনিয়োগ যেন সেখানে হয়। আর কৃষিজমি যেন বেঁচে যায়। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।’

আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সামনে আসছে চতুর্থ শিল্প বিপ্লব। তার উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে। আজ আমরা উন্নয়নশীল দেশের মযার্দা পেয়েছি। এটাও কার্যকর করতে আমরা সময় নিতে বাধ্য হয়েছি করোনা অতিমারির জন্য। এখন তো আরও সমস্যা সৃষ্টি করল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবুও ২০২৬ সালের মধ্যে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে। সেই যাত্রা থেকে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে উঠব।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের বার্তা পাচ্ছি। সেজন্য আমাদের যে জনশক্তি সেটাকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তা যদি না পারি তাহলে ওই জায়গাটা আমরা ধরতে পারব না। কাজেই সেই বিষয়টা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশেই কিন্তু অ্যালামনাই থেকে তারা সহায়তা নেয়। একটা নোবেল ফান্ড তৈরি করে সেখানে টাকা দেয়। বিভিন্ন অঞ্চলভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো করে দিয়েছি সেখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা আছেন- সবাইকে সম্পৃক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান চালানোর জন্য ফান্ড তৈরি করা যায়। সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় নিজের পায়ে দাঁড়াতে পারে।’

সাক্ষাৎকার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী বিল্ডিং ভাইস চ্যান্সেলর

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর