Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলের কোনো কাজে সরকার বাধা দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ১৪:১৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১৭:২২

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধীদলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় না সরকার। তারা যখনই সমাবেশ করতে যাচ্ছে, অনুমতি পাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলা একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তিনি এখানে এসেছিলেন।

বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘রাস্তাঘাট বন্ধ করবেন না। ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচি সেগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন। যাতে জনগণের দুর্ভোগ না হয়। এটাই আমরা বলি। এর বাইরে তাদের আমরা কোনো বাধা দিচ্ছি না।’

বিরোধী শক্তি ইচ্ছেমত মিথ্যাচার করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা ইচ্ছেমত প্রোপাগান্ডা করছে। যা সত্যি তাও বলছে, যা সত্যি নয় তাতে রং ঢং মিশিয়ে বলেছে। সেগুলো আপনারা (সাংবাদিকরা) ভালো করে জানেন।’

রোহিঙ্গা ক্যাম্পে হিউম্যান রাইটস ওয়াচের এপিবিএনের চাঁদাবাজির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলছি রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোঁড়া হবে। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতর ইয়াবার ব্যবসা করে। গোলাগুলি মারামারি করে। প্রতিদিন তারা মারামারি করে। তমব্রুতে আমাদের ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকালও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’

এসময় এইচআরডব্লিউর প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে জানান আসাদুজ্জামান খান। দেখে এসে তাদের আরও বেশি প্রতিবেদন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/ইউজে/এমও

স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর