Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে উদ্বোধনী ফলক ভেঙ্গে ফেলায় ওবায়দুল কাদেরের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ২৩:৫৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত সড়ক উদ্বোধন কর্মসূচির আওতায় সম্প্রতি নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শুরু হওয়া জিহাসতলা-শেখের চর জেলা মহাসড়কে উদ্বোধনী ফলক নির্মাণ করা হয়। কিন্ত কে বা কারা ফলকটি ভেঙ্গে ফেলেছে। আর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে ওবয়াদুল কাদের বলেন, ‘উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী ফলক ভেঙ্গে ফেলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। রাতের অন্ধকারে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালায় এবং যারা দেশের সম্পদ ধ্বংসে লিপ্ত হয় তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ ও উন্নয়নবিরোধী চিহ্নিত গোষ্ঠী এই ধরনের হীন চক্রান্তের সঙ্গে জড়িত। তাদের এই অপচেষ্টার কারণে বার বার দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। এই অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত এবং প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা না থাকলে এদেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হতো।’

তিনি বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একদিনে শত সড়ক উদ্বোধন করে বিশ্বসভায় এক অনন্য নজির স্থাপন করেছেন। যা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রায় মাইলফলক স্পর্শকারী একটি অর্জন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভিশনারি পদক্ষেপের ফলে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে ওঠেছে। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত একদিনে শত সড়ক উদ্বোধনের কৃতিত্ব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটি রাজনৈতিক অপশক্তি রয়েছে, যারা এদেশের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধিকে সহ্য করতে পারে না। জনগণের ভাগ্যোন্নয়ন ঘটলে তাদের গাত্র দাহ হয়- তারা অন্তজ্বালায় ভোগে।’

হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের নজির পৃথিবীতে বিরল উল্লেখ করে জনগণের ভাগ্যোন্নয়নের প্রধান প্রতিবন্ধক এই রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের ফলক

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর