Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেত্রীকে দেখিয়ে দেব, রূপগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ২০:৩৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ২১:১৪

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, রূপগঞ্জে অনুষ্ঠেয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুধী সমাবেশে লাখো মানুষের ঢল নামবে। নৌকায় সমর্থন জানাতে কয়েক লাখ মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রীর এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। নেত্রীকে দেখিয়ে দেব, রূপগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি।

বুধবার (১৮ জানুয়ারি) রূপগঞ্জে অনুষ্ঠানস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। দেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজ উদ্বোধনের জন্য আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন। এ দিন তিনি সুধী সমাবেশ বক্তৃতা করবেন।

বিজ্ঞাপন

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওই এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। নেতাকর্মীরা জানিয়েছেন, সুধী সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চান তারা।

সুধী সমাবেশে নারায়ণগঞ্জ শহর ও জেলার প্রত্যেক উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন। সব মিলিয়ে পূর্বাচলের জনসভাস্থলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশে সড়কও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়ে গেছে পূর্বাচলে সুধী সমাবেশস্থল গোছানোর কাজ।

সমাবেশস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ৩০০ ফুট সড়ক, এশিয়ান হাইওয়ে সড়কসহ অন্যান্য সড়কগুলোতে ব্যানার-ফেস্টুন লাগানো, তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাত্র এক মাসের কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয়বার আগমনকে ঘিরে ওই এলাকায় যেন বইছে উৎসবের আমেজ। উৎসবের আমেজ উপজেলার প্রতিটি প্রান্তে। উপজেলায় প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ চলছে।

বিজ্ঞাপন

অপরদিকে, সুধী সমাবেশ সফল করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলালীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জননেত্রী শেখ হাসিনার রূপগঞ্জ সফরকে সফল করতে নারায়ণগঞ্জ জেলায় ঘুরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। তিনি সশরীরে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন ২৬ তারিখের সুধী সমাবেশ সফল করার জন্য।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রূপগঞ্জবাসী ধন্য। নেত্রীকে ধন্যবাদ এই কারণে যে, তিনি আমাদের রূপগঞ্জে আসবেন। আমরা নেত্রীকে বরণ করার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী কোনো উপজেলায় এক মাসের মধ্যে দু’বার যাননি। কিন্তু রূপগঞ্জে তিনি আসছেন। নেত্রীর সমাবেশে রূপগঞ্জ থেকেই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে। রূপগঞ্জে মেট্টোরেল হচ্ছে। মেট্টোরেলের মাধ্যমে এখান থেকে প্রতিদিন মানুষ ঢাকায় গিয়ে অফিস করে আবার বাড়ি ফিরে আসতে পারবে। নেত্রীর কাছে আমরা সবই পেয়েছি। এবার নেত্রীকে আমরা দেখিয়ে দেব, রূপগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি।’

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। রূপগঞ্জের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। সুধী সমাবেশে মানুষের উপস্থিতিই প্রমাণ দেবে, তার প্রতি রূপগঞ্জবাসীর ভালোবাসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে রূপগঞ্জকে দু’হাত ভরে দিয়েছেন। রূপগঞ্জ এখন চকচক করে। আরও উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে অপূর্ণতা কিছু থাকবে না।’

তিনি আরও বলেন, ‘রূপগঞ্জে প্রধানমন্ত্রী ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। তাই রূপগঞ্জবাসী উন্মুখ হয়ে আছেন তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য। এখান থেকে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ সমাবেশে উপস্থিত হবে।’

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর আসার খবরে ব্যাপক খুশি হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা এখন থেকে প্রস্ততি নিচ্ছেন প্রধানমন্ত্রীর সুধী সমাবেশে অংশ নিতে। আশা করছি ওয়ার্ড থেকে শুরু করে রূপগঞ্জ উপজেলা তথা নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীরা দলে দলে জনসভায় যোগ দেবেন।’

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘প্রধানমন্ত্রীর এবারের এই সুধী সমাবেশ হবে স্মরণকালের ঐতিহাসিক সেরা সমাবেশ। আশা করছি, লক্ষাধিক মানুষ সমাবেশে যোগ দেবেন।’

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী বীর প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর