Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকল্পের গতি বাড়াতে টাস্কফোর্স গঠনের তাগিদ এআইআইবি’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৮:৩১

ঢাকা: প্রকল্পের গতি বাড়াতে উচ্চক্ষমতার একটি টাস্কফোর্স গঠনের তাগিদ দিয়েছেন ঢাকা সফররত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অপারেশন অঞ্চল-১’র ভাইস প্রেসিডেন্ট উরজিৎ প্যাটেল। সেইসঙ্গে ব্যাংকটি বাংলাদেশের উন্নয়ন বড় অংকের ঋণ ও বাজেট সহায়তা দেওয়া বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও-এ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সঙ্গে বৈঠকে এমন তাগিদ দেন প্যাটেল। প্রতিমন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন এআইআইবি’র সিনিয়র ইনভেসমেন্ট অপারেশনস স্পেশালিস্ট ফরহাদ আহমেদ এবং ইনভেসমেন্ট অপারেশনস স্পেশালিস্ট রাজিব আহমেদ চৌধুরীসহ প্রতিমন্ত্রীর দফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ড. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন প্যাটেল। তার মতে বাংলাদেশ বৈশ্বিক মন্দা পরিহারের সামর্থ্য রাখে। তবে প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার আশঙ্কা নাকচ করা যায় না। প্যাটেল বলেছেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভারত অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে আছে। যেকোনো পরিস্থিতিতে এআইআইবি বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এআইআইবি মূলত চাচ্ছে তাদের প্রতিশ্রুত ঋণের অর্থছাড় বাড়ুক। তাহলে তারা আরও বেশি বেশি ঋণ দিতে পারবে। প্রকল্প বাস্তবায়ন দ্রুত হলে বাড়তি ব্যয়ও লাগবে না। সেইসঙ্গে আমাদের প্রয়োজনে ঋণ সহায়তা দিতে তারা সব সময় পাশে থাকবে। আমরা আমাদের গুরুত্বের জায়গাগুলো তুলে ধরেছি। সেগুলোও অর্থায়নে তারাও একমত হয়েছে।’

বিজ্ঞাপন

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘এআইআইবির আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সময় কমিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে প্রকল্পের কেনাকাটা এবং জমি অধিগ্রহণ একইসঙ্গে করা হলে বাস্তবায়ন দ্রুত হবে। ফলে এআইআইবির ঋণের অর্থও দ্রুত ছাড় হবে। সেইসঙ্গে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তরান্বিত করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা যেতে পারে।’

তিনি বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও সরকারের সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এআইআইবি বাংলাদেশের জলবায়ু সহিঞ্চুতা ও অভিযোজন সংশ্লিষ্ট প্রকল্পে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া ব্যক্তিখাতে বিভিন্ন দেশের মডেলের আদলে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুতে প্রচুর বিনিয়োগের সুযোগ আছে বলেও মনে করেন তিনি। এক্ষেত্রে এআইআইবি সহায়তা করতে পারে।’

সারাবাংলা/জেজে/পিটিএম

এআইআইবি প্রকল্প গতি

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর