আজই কারামুক্ত হবেন এ্যানি-সালাম, আশা আইনজীবীর
১৮ জানুয়ারি ২০২৩ ১৭:৩৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৭:৩৮
ঢাকা: নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের জামিননামা দাখিল করেছেন তাদের আইনজীবীরা।
বুধবার (১৮ জানুয়ারি) তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মুন্সিখানায় হাইকোর্টের জামিনের আদেশনামা দাখিল করেন।
তাদের দুইজনের বিরুদ্ধে আর কোনও মামলা না থাকায় আজই তারা কারামুক্তি পাবেন বলে আশাবাদী আইনজীবী।
আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এ্যানি ও সালামকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর ওই আদেশও বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। এদিন হাইকোর্টের জামিনের আদেশ হাতে পেয়ে আমরা জামিননামা দাখিল করি। আশা করছি আজই তারা কারামুক্ত পাবেন।’
এর আগে, ১৭ জানুয়ারি হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ তাদের জামিন বহাল রাখেন।
সারাবাংলা/এআই/ইআ