Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির সব অর্জন ধ্বংস করেছে আওয়ামী লীগ: মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:৩৮

ঢাকা: জাতির সব অর্জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দিনব্যাপী চিত্রাঙ্কন, প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ অনুষ্ঠান আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জাতির সব অর্জন এই আওয়ামী লীগ ধ্বংস করেছে। মহান মুক্তিযোদ্ধার চেতনা গণতন্ত্রকে নির্বাসিত করেছে, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, মানুষের ভোটাধিকার নাই, মানবাধিকার নাই। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। কিন্তু নিজেদের দুর্বলতা ধামাচাপা দেওয়ার জন্য আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃতি করছে আওয়ামী লীগ।’

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘তারা ৭২ থেকে ৭৫ পর্যন্ত তাদের দুর্নীতির কারণে ১৯৭৪ সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। সেই জায়গা থেকে দেশকে সমৃদ্ধশালী করেছিলেন জিয়াউর রহমান। জাতি গঠনে জিয়ার অসামান্য অবদান থেকে আজকের সমৃদ্ধ বাংলাদেশ। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল। এ জন্য জিয়াউর রহমানকে ভয় পায় আওয়ামী লীগ।’

বিজ্ঞাপন

ছাত্রদলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর