Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের ভেতরে মিলল ২ আনসারের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৪:০৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া (৩২) এবং তৌহিদ আলম (২৪)। রঞ্জু এক বছরের বেশি সময় ধরে এবং তৌহিদুল প্রায় ৬ মাস ব্যাংকটিতে কর্মরত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ব্যাংকে এসে ব্যাংকের গেইট ভেতর থেকে আটকানো দেখে ব্যাংক কতৃপক্ষ। দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাংকের নিরাপত্ত্বার দায়িত্বে থাকা দুইজনের মরদেহ দেখতে পায়।

নিহতের ঘটনার কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। উদ্ধার শেষে পুলিশের পক্ষে বিস্তারিত জানানোর কথা রয়েছে। তবে ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই মুহুর্তে বিস্তারিত বলার মতো কিছু নেই। তদন্ত চলমান রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/ইআ

আনসার সদস্য মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর