Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি দিপ্তীসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৬:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা থেকে নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা। তিনি সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’

মোশারফ হোসেন দিপ্তীর মেয়ে মার্জিয়া জাবিন বলেন, ‘বুধবার উচ্চ আদালতে একটি মামলায় তার হাজিরা দেয়ার কথা ছিল। সেজন্য মঙ্গলবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে মহাসড়কের পাশে একটি হোটেলে যাত্রাবিরতিতে খাওয়ার সময় তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে যায়। রাত ১২টার দিকে বাবাকে গ্রেফতার করার পরপর তিনি পুলিশের অনুমতি নিয়ে বাসায় ফোন করে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন।’

এদিকে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীমের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র দফতরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে নগরীর মাদারবাড়ি এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীমের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছেন। এসময় তিনি বাসায় ছিলেন না। শামীমের বাসায় তল্লাশির নামে হয়রানি ও যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার চট্টগ্রামে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা। ওই সময়ে নগরীর কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে এবং ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভের সময় ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়; সড়কে যানবাহন ও দোকান ভাঙচুর করা হয়।

এতে পুলিশসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। এ ঘটনায় তিনজন পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে। সে মামলায় গ্রেফতার দিপ্তীর নামও রয়েছে বলে জানায় সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির।

সারাবাংলা/আইসি/ইআ

গ্রেফতার যুবদল সভাপতি