বিশ্ব ইজতেমায় যমুনা ব্যাংকের বিনামূল্যে চিকিৎসা সেবা
সারাবাংলা ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩ ১২:৩৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৬
১৮ জানুয়ারি ২০২৩ ১২:৩৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৬
ঢাকা: প্রতি বছরের মতো এবারও বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সেবায় একটি বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
সম্প্রতি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এ সময় সবার মঙ্গলের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন তিনি।
এই চিকিৎসা সেবা কেন্দ্র থেকে ইজতেমা চলাকালীন সময় মুসল্লিরা সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ ব্যাংকের আশপাশের শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস