Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতাসীনরা গায়ের জোরে দেশ চালাচ্ছে: মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ২৩:২২

ঢাকা: ক্ষমতাসীনরা গায়ের জোরে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত খন্দকার মাহবুব হোসেনের স্মরণে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার ক্ষমতায় থাকার জন্য বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে খুন ও সহস্রাধিক নেতাকর্মীকে গুম করেছে। এই অবৈধ সরকারের নির্দেশ মানার কারণে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এটা আমাদের জন্য ভালো খবর নয়। এটা আর্ন্তজাতিকভাবে লজ্জার।’

তিনি বলেন, ‘এই অগণতান্ত্রিক সরকার বিচারালয়কে ব্যবহার করছে। তারা গায়ের জোরে দেশ চালাচ্ছে। এই সরকার সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এসব কারণে আজ আমাদের দফা একটাই— সেটা হলো এই সরকারের পদত্যাগ। এই সরকারকে বিদায় নিতেই হবে।’

ড. মোশাররফ বলেন, ‘মিথ্যা মামলায়, ফরমায়েশি রায়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করা হয়েছে। দেশে যদি আইনের শাসন থাকতো, তাহলে শুধু বিরোধী মতকে স্তদ্ধ করার জন্য লক্ষাধিক মামলায় ৩৬ লাখ আসামি করা হতো না।’

তিনি বলেন, ‘এই অবস্থায় মানুষ উপলব্ধি করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা আইনের শাসন ধ্বংস করেছে, তারা এইগুলো মেরামত করতে পারবে না। এই জন্য আমরা রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা প্রস্তাব দিয়েছি। আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে সবাইকে নিয়ে ২৭ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেব।’

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মঈনুল হোসেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বর্তমান সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীব নেওয়াজ, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ড. ফারহাত হোসেন, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ক্ষমতাসীন গায়ের জোর টপ নিউজ দেশ বিএনপি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর