Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির আন্দোলনের ঘরে হতাশা নেমেছে: কাদের

সিনিয়র করেসপেন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ২২:৩৬

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলন করলেন ১৫ বছর ধরে। আন্দোলনে নদীর ঢেউও দেখতে পেলাম না। সাগরের উত্তাল তরঙ্গও দেখিনি। এখন সেই আন্দোলনও মনে হচ্ছে কতদিন ঠিকবে। আন্দোলনের ঘরে আবার হতাশা নেমে আসছে। বিএনপির বাজার ভেঙে যাচ্ছে। বিএনপির জোটের হাঁট ভেঙে যাচ্ছে। এই জোট দিয়ে শেখ হাসিনার সরকার হঠাবেন, তা দুরাশা।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলছে সুনামি এনে সরকার হঠাবে। ফখরুল সাহেব অসুস্থ, মির্জা আব্বাস অসুস্থ। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনে বিষর্ণ মন নিয়ে হাসপাতালে গেলেন। আসলেই কি অসুস্থ? নাকি রাজনৈতিক অসুস্থতা? তারপরে শুনি মান্না সাহেব হাসপাতালে। আ স ম রব ভাই হাসপাতালে। হাসপাতালে যাওয়ার এই যে বিষয়টা সব কি হতাশা থেকে অসুস্থ হয়ে পড়লেন?’

তিনি আরও বলেন, ‘আপনাাদের জন্য আরও খারাপ খবর আছে। ৫৪ দল ৫৪ মত, ৫৪ পথ। কারও সঙ্গে দুধ আর পানিতে মিশে না। আর এখন তারা সে অসাধ্য সাধন করতে যাচ্ছেন। ফখরুল-মির্জা আব্বাস হাসপাতালে। এখন পাতি নেতারা কথা বলছে। এক পাতি নেতা বলেছেন, সরকার হঠাবেন আন্দোলনের সুনামি দিয়ে। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল?’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যদি সরকার পরিবর্তন চান তাহলে সবকিছু ছেড়ে নির্বাচনে আসুন। আমরা যারা সরকারে আছি, এই সরকার হবে রুটিন সরকার। এই সরকার ইলেকশনের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। হোম মিনিস্টারের দায়িত্ব তখন নির্বাচন কমিশন পালন করবে। সরকার মেজর কোন পলিসি ডিসিশন নিতে পারবে না। আজকে আপনারা সরকারের পদত্যাগ চান। তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও নেই। আদালত এ সরকার মৃত ঘোষণা করেছে। তত্ত্বাবধায়ক মৃত ইস্যু, এটাকে মাথা থেকে সরাতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ফখরুল সাহেব টাকার বস্তার উপর বসে আছেন। এই টাকা আসে কোথা থেকে? আমরা জানি, কারা শেখ হাসিনার সরকারকে হঠাতে বিএনপিকে জোটকে টাকা দিচ্ছেন। সময় আসুক খবর আছে।’

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগ সভাপকি বেনজীর আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। সভায় আরও বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়াসহ আরও অনেকে।

সারাবাংলা/এনআর/এনএস

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর