Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মাঠ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ২১:৩৭

গাজীপুর: গত ১৫ জানুয়ারি আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে আলমি শূরার তত্বাবধানে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার দিনের বিরতির পর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী শুক্রবার (২০ জানুয়ারি)। এজন্য সাদপন্থীদের নিটক ইজতেমার মাঠ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে আলমি শূরার (জুবায়েরপন্থী) তত্বাবধানে মাঠের দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নানের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। পরে সাদ কান্ধলভি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালামের নিকট বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য হস্তান্তর করেন তিনি। ইজতেমা ময়দানে গাজীপুর জেলা প্রশাসনের অস্থায়ী কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘মঙ্গলবার ময়দান বুঝে নিয়েছি। বিভিন্ন নজমের সাথীরা জামাত বন্দি হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন।’

সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি ডা. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। প্রথম পর্বে ইজতেমায় ময়দানে প্রচুর ক্ষতি করা হয়েছে। মাইক নষ্ট, ভাঙা গ্যাসের চুলা ও পানির কল, ছেড়া বৈদ্যুতিক তার ও ময়দানে ময়লা আবর্জনার স্তুপ রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘এবারের ইজতেমা আয়োজনকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে। তবে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেশের প্রতিটি মসজিদে এবারের ইজতেমা সম্পর্কে বলা হয়েছে। এবারের পর্বে ইজতেমার প্রকৃত রূপ দেখা যাবে। দেশের পাশাপাশি দ্বিতীয় পর্বে অংশ নিতে চার হাজার বিদেশি মুসল্লিরা বর্তমানে ঢাকার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন। প্রায় দশ হাজার বিদেশি মুসল্লির সমাগম ঘটতে পারে।’

বিজ্ঞাপন

মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম পর্ব আমাদের (সাদপন্থী) করার কথা রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বিষয়টি জানিয়েছিলাম। তারা (জুবায়েরপন্থী) মেনে নিয়েছিল। দ্বিতীয় পর্ব শেষে ময়দানের সামান (মালামাল) আমাদের তত্ত্বাবধানে দিতে আলোচনা করব।’

মাওলানা সাদের আগমন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ব্যবস্থা গ্রহণ করলে মাওলানা সাদ ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমা অংশ নেবেন।’

সারাবাংলা/এনএস

গাজীপুর বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর