Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্ট বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৬:৫৬

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যকরী কমিটির সদস্যরা।

সোমবার (১৬ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আবদুন নূর দুলালসহ সমিতির কার্যকরী কমিটির সদস্যরা সৌজন্য এ সাক্ষাৎ করেন।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সমিতির নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়। তখন রাষ্ট্রপতি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সমিতির কার্যকরী কমিটিকে আশ্বস্ত করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য মিসেস ফাতেমা বেগম, শাহাদাত হোসাইন (রাজিব) এবং সুব্রত কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর